রংপুর ব্যুরো
রংপুর জেলার গঙ্গাচড়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসমাগম এড়াতে গত ২৫ মার্চ থেকে জেলার ও উপজেলা গুলোতে সব ধরণের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান,হাট-বাজার,হোটেল, চায়ের দোকান,সব ধরনের পরিবহন বন্ধ। এর ফলে প্রায় ১ হাজার জন হোটেল শ্রমিক, রিক্সা,ভ্যান, অটোচালক,দিনমজুর এখন বেকার হয়ে পড়েছেন। কিন্ত দীর্ঘ ১৩ দিন বাসায় থাকলেও কারো কাছ থেকে পাননি কোন ত্রাণ সহায়তা।
৮ এপ্রিল বুধবার বিকেলে গঙ্গাচড়ায় নিউ ষ্টার পাড়া পুরাতন সোনালী ব্যাংকের মোড় এর সামনে খাদ্য সামগ্রী না পাওয়ায় বিক্ষোভ করে এলাকার রিক্সা ভ্যান ও অটো, কাঠ, হোটেল এবং রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সদস্যরা ।
এ সময় জাতীয় শ্রমিক লীগ গঙ্গাচড়া উপজেলার সাধারন সম্পাদক জমিদার ইসলাম টাইগার জানান, করোনা ভাইরাসের প্রভাবে রংপুর জেলায় ও উপজেলা অনেক ধরণের শ্রমিক এখন বেকার হয়ে পড়েছে। খাদ্য সামগ্রীর আশায় জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছি তারা একে অপরকে দেখিয়ে দিচ্ছে। কেউ যদি আমাদের খাদ্য সামগ্রী না দেয় তাহলে আমরা বাধ্য হয়ে রিক্সা, ভ্যান, অটো ও হোটেল খুলে কাজ করতে হবে। এছাড়া আমাদের কোন উপায় নেই। তারা সরকারের সহযোগিতা কামনা করছেন।